Search
Close this search box.

ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন বাংলাদেশি তরুণ-তরুণী

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

অনলাইন ডেস্ক :-অবৈধভাবে ভারতে আটক হওয়া ২ জন বাংলাদেশিকে কারাভোগ শেষে প্রত্যাবাসন প্রক্রিয়ার মাধ্যমে ত্রিপুরাস্থ বাংলাদেশ সহকারী হাইকমিশনের সহযোগিতায় ফেরত পাঠানো হয়েছে।

বাংলাদেশি নাগরিক দু’জনের মধ্যে একজনের নাম সাথী আক্তার। সে ঢাকার কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকার বাসিন্দা গিয়াস উদ্দিনের মেয়ে। অপরজন মো. মাসুূদ মিয়া। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার পাইরাকান্দি জীবনগঞ্জ বাজার এলাকার শামসুল হকের ছেলে।

সোমবার (৮ এপ্রিল) দুপুরে আনুষ্ঠানিকতা শেষে আখাউড়া-আগরতলা ইমিগ্রেশন সীমান্তের শূন্য রেখায় ত্রিপুরায় নিযুক্ত বাংলাদেশ সহকারী হাইকমিশনের প্রশাসনিক কর্মকর্তা চঞ্চল কুমার দে আখাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম রাহাতুল ইসলামের কাছে তাদের দু’জনকে হস্তান্তর করেন।দেশে ফেরত আসা দু’জন জানান, ভুল করে তারা পৃথকভাবে ফেনী ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তপথে ভারতে প্রবেশ করে।

পরে ভারতীয় আইনশৃঙ্খলা বাহিনী বিভিন্ন সময়ে তাদের আটক করে জেলহাজতে পাঠায়। তারা আরও জানান, সীমান্ত এলাকায় ঘুরতে গিয়ে ভুল করে ভারতের ভূখণ্ডে প্রবেশ করেন। তবে ভারতে কারাভোগ করলেও ঈদের আগে স্বজনদের কাছে পেয়ে তারা অত্যান্ত খুশি বলেও জানান তারা।