Search
Close this search box.

১ কোটি ২০ লাখ টাকার সাপের বিষ উদ্ধার 

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

জয়পুরহাট: – জয়পুরহাটে ১ কোটি ২০ লাখ টাকা মুল্যের সাপের বিষ উদ্ধার করেছে ২০বিজিবি’র সদস্যরা। বুধবার (১০ এপ্রিল) ভোরে বিজিবির বিশেষ অভিযানে এই সাপের বিষ উদ্ধার করা হয়।

জয়পুরহাট ২০বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল তানভীরুল ইসলাম ভুইয়া জানান, ২০বিজিবি’র অধীন বিরামপুর সীমান্ত দিয়ে ভারতে উচ্চ মুল্যের সাপের বিষ পাচার করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা সেখানে অভিযান চালায়।

বিজিবি’র উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা বিষের বয়াম ফেলে আগেই পালিয়ে যায়। পরে পরিত্যক্ত অবস্থায় ১ কেজি ওজনের বিষ জব্দ করে বিজিবি সদস্যরা। যার মূল্য কোটি টাকার উপরে বলে জানান তিনি।

উদ্ধার হওয়া বিষ আইনি প্রক্রিয়া শেষে যথাযথ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান বিজিবির এই অধিনায়ক।