Search
Close this search box.

শ্রীপুরে কেন্দ্রে প্রভাব বিস্তারের অভিযোগে প্রার্থীর কর্মীকে ৩ দিনের জেল

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

গাজীপুর প্রতিনিধি:- গাজীপুরের শ্রীপুরে নির্বাচনের আচরণবিধি ভেঙে কেন্দ্রে প্রভাব বিস্তারের অভিযোগে কামরুল হাসান নামে ঘোড়া প্রতীকের জামিল হাসানের এক কর্মীকে তিন দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২১ মে) সকাল সোয়া ১০টার দিকে উপজেলার গোসিংগা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে তাকে এই শাস্তি দেয়া হয়।নির্বাচনের দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ইমাম রাজি টুলু এ দণ্ড দেন। কামরুল উপজেলার গোসিংগা গ্রামের ফাইজুদ্দিনের ছেলে। তিনি ঘোড়া প্রতীকের প্রার্থী জামিল হাসানের কর্মী।ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ইমাম রাজি টুলু জানান, কামরুল সকাল থেকে কেন্দ্রের ভেতর প্রবেশ করে ভোটারদের ধরে ধরে নিয়ে যাচ্ছিলেন। সে কোনো এজেন্ট না, পুলিং এজেন্টও না।

তিনি একাধিকবার কেন্দ্রের ভেতর ঢুকছিলেন এবং বাইরে যাচ্ছিলেন। বিষয়টি নজরে এলে তাকে সতর্ক করা হয়। সতর্ক করার পরও তিনি আবারও একই কাজ করছিলেন। পরে নির্বাচন আচরণ বিধিমালা ভঙ্গের দায়ে তাকে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

গোসিংগা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মোজাম্মেল হক শেখ জানান, বারবার ঘুরাফেরা করা এবং নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে তাকে এ শাস্তি দেন দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট।