হেলাল উদ্দিন, দৌলতপুর (কুষ্টিয়া):- কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার খলিসাকুন্ডি ইউনিয়ন পরিষদে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রীর দেয়া ঈদ উপহার (ভিজিএফ)’র চাল বিতরণ করা হয়েছে।
শনিবার (১৫ই জুন)সকালে এই চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করে সার্বক্ষণিক উপস্থিত থেকে দিক নির্দেশনা ও সহযোগিতা প্রদান করেন ১৩নং খলিসাকুন্ডি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও যুবলীগ নেতা মো. জুলমত হোসেন। ইউনিয়ন পরিষদ কার্যালয়ে দিন ব্যাপী এই কার্যক্রম চলে।
এসময় ১০ কেজি করে ইউনিয়নের ১৫২২ জন উপকারভোগীদের মাঝে এ চাল বিতরণ করা হয়। ভিজিএফ চাল বিতরণে কালে ইউপি সচিব, হিসাব সহকারী,সকল ইউপি সদস্যগণ সহ দলীয় নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।





