Search
Close this search box.

সিলেটে ভাইয়ের হাতে ভাই খুন

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

সিলেটে জমির মালিকানা নিয়ে বিরোধের জেরে বড় ভাইয়ের হাতে প্রাণ হারিয়েছেন ছোট ভাই। আজ শনিবার বিকেল ৪টার দিকে গোয়াইনঘাট উপজেলার নিয়াগুল গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত ইব্রাহিম আলী (৪৫) ওই গ্রামের হোসেন আহমদের ছেলে। হত্যাকাণ্ডের পর থেকে অভিযুক্ত বড় ভাই রুহুল আমিন পলাতক রয়েছেন। হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন গোয়াইনঘাট থানার ওসি রফিকুল ইসলাম।জানা গেছে, ইব্রাহীম ও রুহুলের মধ্যে জমি নিয়ে পারিবারিকভাবে বিরোধ ছিলো। আজ শনিবার বিকেলে জমি নিয়ে দুই ভাইয়ের কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে বড়ভাই রুহুল আমিন একটি রড দিয়ে ছোটভাই ইব্রাহিমকে আঘাত করে। এতে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উপজেলা স্থাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি রফিকুল ইসলাম জানান, নিয়াগুল গ্রামে জমি নিয়ে বিরোধে এক ভাইয়ের হাতে আরেক ভাই খুন হয়েছেন। অভিযুক্তকে গ্রেফতারে পুলিশ কাজ করছে।