Search
Close this search box.

শাহ আমানতে কোকেনসহ বিদেশি নাগরিক আটক

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

অনলাইন ডেস্ক:- চট্টগ্রাম শাহ আমানত আর্ন্তজাতিক বিমানবন্দরে কোকেনসহ এক বাহামার নাগরিককে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

সোমবার (১৫ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে স্টেলিয়া সানতায়ি নামের এক নারী যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে একটি ইউপিএসের ভেতর থেকে ৩ কেজি ৯০০ গ্রাম ওজনের কোকেনের প্যাকেট পাওয়া যায়।বিমানবন্দর সূত্রে জানা গেছে, ওই যাত্রী ১৫ জুলাই তার ব্যাগেজ রিসিভ করতে আসেন।

তিনি গত ১২ জুলাই এমিরেটসের ফ্লাইটে ব্রাজিলের সাওপাওলে থেকে রওনা দিয়ে দুবাই ট্রানজিট হয়ে ফ্লাইদুবাইয়ে ১৩ জুলাই শাহ আমানত আর্ন্তজাতিক বিমানবন্দরে আসেন।

তখন থেকেই তিনি এয়ারপোর্ট সিকিউরিটি, এপিবিএন ও ইন্টেলিজেন্সের নজরদারিতে ছিলেন। কিন্তু সেদিন তার সঙ্গে কোনো ব্যাগেজ ছিল না।

সোমবার ব্যাগেজে কোকেনসহ তাকে এপিবিএন, বিমানবন্দর সিকিউরিটি ও ইন্টেলিজেন্সের সদস্যরা আটক করেন।