অনলাইন ডেস্ক:- কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে দুই পক্ষের শতাধিক আহত হয়েছেন।
সোমবার (১৫ জুলাই) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মুখোমুখি অবস্থান নেয় দুই পক্ষ। এরমধ্যে বিজয় একাত্তর হলের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সাথে ছাত্রলীগের নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় ক্যাম্পাসের কয়েকটি হলে ভাংচুর করা হয়েছে।ইট-পাটকেল নিক্ষেপ, ধাওয়া-পাল্টা ধাওয়ার এ ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে পুরো ক্যাম্পাস।
ছাত্রলীগের দাবি, তাদের ১০০ কর্মী আহত হয়েছেন। আর কোটা আন্দোলনকীদের দাবি, তাদের প্রায় দুইশজন আহত হয়েছেন।সংঘর্ষের পর সন্ধ্যার দিকে ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। বিকেলে কোটার পক্ষে-বিপক্ষে সংঘর্ষ ৪০ মিনিট ধরে চলে। ততক্ষণে কোটা আন্দোলনকারীরা ছড়িয়ে ছিটিয়ে অবস্থান নেয় বিভিন্ন হলে।
বিকেল ৪টা নাগাদ পুরো ক্যাম্পাসের নিয়ন্ত্রণ নেয় ছাত্রলীগ।মারামারির ঘটনায় আহতরা ঢাকা মেডিকেলসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, সংঘের্ষের ঘটনায় আহত হয়ে চিকিৎসা নিতে এসেছেন প্রায় দুইশজন।
ঢাকার ইডেন কলেজেও মারামারির ঘটনা ঘটেছে। সেখানে আহত কয়েকজনকেও ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে।





