Search
Close this search box.

রবি থেকে মঙ্গলবার অফিস চলবে ৯টা-৩টা

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

মানিক মিয়া ঢাকা:- আগামীকাল রোববার (২৮ জুলাই) থেকে মঙ্গলবার (৩০ জুলাই) পর্যন্ত সকল সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলবে।

শনিবার (২৭ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়।এদিকে, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো সকাল ১০টা থেকে বিকেল ৩টা ৩০ মিনিট পর্যন্ত খোলা থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। তবে ব্যাংকে লেনদেন চলবে ১০টা থেকে ৩টা পর্যন্ত।

প্রসঙ্গত, গত বুধ ও বৃহস্পতিবার বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চার ঘণ্টা চলে সকল সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। সীমিত আকারে ব্যাংকের লেনদেনও চলে ১১টা থেকে ৩টা পর্যন্ত।প্রসঙ্গত, কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতা ছড়িয়ে পড়লে সরকার গত শুক্রবার (১৯ জুলাই) রাত থেকে কারফিউ জারি করে সরকার।

দেশজুড়ে মোতায়েন করা হয় সেনাবাহিনী। এর আগের দিন বৃহস্পতিবার রাতেই সারাদেশে বন্ধ হয় ইন্টারনেট সেবা।

পরে গত রোববার (২১ জুলাই) থেকে মঙ্গলবার (২৩ জুলাই) সারাদেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়। পরে পরিস্থিতির উন্নতি হওয়ায় ধীরে ধীরে কারফিউ শিথিলের সময়সীমা বাড়ানো হয়।