Search
Close this search box.

ঝিনাইদহে পুকুরে ডুবে মাদরাসাছাত্রের মৃত্যু

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

ঝিনাইদহ জেলা প্রতিনিধি:- ঝিনাইদহের হরিণাকুন্ড উপজেলায় পুকুরের পানিতে ডুবে সিয়াম হোসেন (১৪) নামে এক মাদরাসাছাত্রের মৃত্যু হয়েছে।

শনিবার (২৭ জুলাই) সকালে উপজেলার শিতলী গ্রামের মাদরাসার পাশের একটি পুকুরে তার মরদেহ ভেসে ওঠে।সিয়াম জেলার কালীগঞ্জ উপজেলার পারখিদ্দাহ গ্রামের শামিম হোসেনের ছেলে। সে শিতলী বেগম রোকেয়া খাতুন নূরানী হাফেজিয়া মাদরাসায় অধ্যয়নরত ছিলেন।মাদরাসার সুপার মো. সাইফুল ইসলাম জানান, গতকাল শুক্রবার দুপুরে সহপাঠীদের সাথে মাদরাসার পাশে পুকুরে গোসল করতে নামে সিয়াম। পরে অন্যান্য সহপাঠীরা প্রতিষ্ঠানে ফিরলেও সিয়াম ফেরেনি।

এরপর বিকেলে পড়ানোর সময় বিষয়টি নজরে আসলে খোঁজ নিয়ে জানা যায় গোসল করতে নেমে আর ফেরেনি সে। পরে পুকুরে মাছ ধরার জাল ফেলেও তার খোঁজ পাওয়া যায়নি। আজ শনিবার সকালে পুকুরে তার মরদেহ ভেসে ওঠে।বিষয়টি নিশ্চিত করে হরিণাকুন্ড থানার ওসি মো. জিয়াউর রহমান জানান, সিয়া, সাঁতার কাটতে জানত না বলে জানিয়েছে তার পরিবার। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।