Search
Close this search box.

সিরাজগঞ্জে শ্বশুরবাড়িতে মেয়ের জামাইয়ের রহস্যজনক মৃত্যু

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

অনলাইন ডেস্ক:- সিরাজগঞ্জ সদর উপজেলার ভেওয়ামারায় শ্বশুর বাড়িতে তুহিন রানা (১৮) নামে এক কিশোরের রহস্যজনক মৃত্যু হয়েছে। তবে স্বজনদের অভিযোগ তুহিনের শ্বশুর বাড়ির লোকজন হত্যার পর ঘরের বারান্দার সাথে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলিয়ে রাখা হয়েছিল।

শুক্রবার গভীর রাতে সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের ভেওয়ামারা গ্রামে গোলাম হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে। সংবাদ পেয়ে শনিবার সকালে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

তুহিন রানা সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের গজারিয়া গ্রামের ছামিদুল ইসলামের ছেলে।তুহিনের বাবা ছামিদুল ইসলাম জানান, শুক্রবার রাতে তুহিনের শ্বশুর গোলাম হোসেন মোবাইল ফোনের মাধ্যমে জানায় তুহিন স্ট্রোক করেছে এবং তাকে হাসপাতালে নেওয়া হচ্ছে। পরে হাসপাতালে গিয়ে দেখা যায় তুহিনের গলায় ফাঁসি দেওয়ার দাগ রয়েছে।তিনি আরও বলেন, তার ছেলেকে হত্যা করে আত্মহত্যার নাটক সাজানো হচ্ছে।

সিরাজগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক ইয়ামিন সরকার জানান, সুরুতহাল শেষে মরদেহ উদ্ধার করে শহীদ এম.মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত রহস্য জানা যাবে।