বাংলাদেশের সঙ্গে ভারতের ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক নিয়ে ভাবছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।
দুদেশের সম্পর্ক নিয়ে নানা প্রত্যাশার কথাও ব্যক্ত করেছেন তিনি।জয়শঙ্কর বলেন, আমরা বিভিন্ন ধরনের প্রকল্প করেছি, যা আমাদের দুদেশের জন্যই ভালো বিষয়। এর থেকে উভয় দেশই লাভবান হয়েছে।
আশা করছি আমাদের সম্পর্ক ইতিবাচক ও গঠনমূলক হবে।জাতিসংঘ সাধারণ পরিষদে অংশ নিয়ে বর্তমানে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে রয়েছেন ভারতের এ মন্ত্রী। গতকাল মঙ্গলবার পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠকেও সম্পর্ক এগিয়ে নেয়ার কথা জানানা জয়শঙ্কর।





