Search
Close this search box.

ঘুষ-সুদ বন্ধে কোরআন সুন্নাহর বিধান চালুর বিকল্প নেই: জামায়াত নেতা মুজিবুর

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

অনলাইন ডেস্ক:- দেশ থেকে ঘুষ-সুদের অত্যাচার বন্ধ করতে হবে। আর এর জন্য দেশে কোরআন সুন্নাহ ও রাসুলের বিধান চালুর বিকল্প নেই বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামী বাংলাদেশের নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনিস্টিটিউশনে আয়োজিত আলোচনা সভা এবং কোরআন ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতার পুরস্কার প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, দেশের মানুষকে জুলুমের হাত থেকে মুক্ত করতেই দ্বিতীয় স্বাধীনতা অর্জিত হয়েছে। তবে, হাত পা গুটিয়ে বসে থাকলে দেশের মানুষের মুক্তি মিলবে না। এরজন্য রাসুলের সুন্নাহ চালু করতে হবে।

অন্য সব অর্জন বিফলে যাবে। এতে মানুষের কোনো উপকার হবে না বলেও মন্তব্য করেন তিনি।এ সময় রাসুলের সুন্নাহ চালু করতে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতের এই নেতা।