Search
Close this search box.

বিপুল গাঁজার চালান জব্দ কুমিল্লায়, আটক-৪

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

কুমিল্লা প্রতিনিধি:- কুমিল্লার চৌদ্দগ্রাম থানা পুলিশ অভিযান চালিয়ে ৫২ কেজি গাঁজাসহ চারজনকে গ্রেপ্তার করেছে। এ সময় গাঁজা পাচারকাজে ব্যবহৃত একটি প্রাইভেট কার ও একটি মাইক্রোবাস জব্দ করা হয়।শুক্রবার (২৭ সেপ্টেম্বর) ভোরে উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের দেড়কোটা বাজার থেকে তাদের আটক করা হয়।

দুপুরে বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেন চৌদ্দগ্রাম থানার ওসি এটিএম আক্তার উজ জামান।গ্রেপ্তাররা হলেন- উপজেলার ঘোলপাশা ইউনিয়নের আমানগন্ডা সালুকিয়া গ্রামের আবদুর রশিদের ছেলে সবুজ (৩৪), একই এলাকার আবদুল গফুরের ছেলে ইমরুজ আহমেদ (৩৩), তোয়ান মিয়ার ছেলে সৈকত হোসেন (২০) ও আবুল হাশেমের ছেলে মামুন মিয়া (৩৪)।

চৌদ্দগ্রাম থানার ওসি এটিএম আক্তার উজ জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। এ সময় গাড়ি দুটিতে তল্লাশি চালিয়ে দুই বস্তায় থাকা ৫২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।তিনি বলেন, গাঁজাগুলো ভারতীয় সীমান্তবর্তী এলাকা আমানগন্ডা সালুকিয়া থেকে গাড়ি ভর্তি করে দেড়কোটা বাজার দিয়ে নাঙ্গলকোট যাচ্ছিল। পাচারকারীরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত।