সুকান্ত চট্টোপাধ্যায়, কলকাতা প্রতিনিধি:- সদ্য গঠিত জম্মু-কাশ্মির বিধানসভার প্রথম অধিবেশনেই ৩৭০ ধারা নিয়ে বাক-বিতন্ডায় রীতিমতো সংঘর্ষ বাঁধে রাজ্য আইনসভার দু’পক্ষের বিধায়কদের মধ্যে।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকালে বিধানসভা কক্ষে ঘটনার সূত্রপাত হয় একটি পোস্টারকে কেন্দ্র করে। পরিস্থিতি এতোটাই খারাপ হয় যে ক্ষমতাসীন ও বিরোধী দলের বিধায়করা এক পর্যায়ে একে অপরের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন।
দু’পক্ষকে থামাতে রীতিমতো হিমশিম খেতে হয় সেখানকার নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীদের।অধিবেশন শুরু হতেই বারামুলার বিধায়ক ইঞ্জিনিয়ার রশিদের ভাই তথা আওয়ামি ইত্তেহাদ পার্টির বিধায়ক খুরশিদ আহমেদ শেখ ধারা ৩৭০ বিলুপ্তির প্রতিবাদে একটি পোস্টার তুলে ধরেন। সেই পোস্টারে আপত্তি জানান বিরোধী দলনেতা বিজেপি বিধায়ক সুনীল শর্মা।
এরপর বিজেপি বিধায়কেরা স্লোগান দিতে থাকেন। ক্ষমতাসীন ও বিরোধী দলের বিধায়কদের মধ্যে প্রথমে ধস্তাধস্তি, এরপর হাতাহাতি শুরু হয়ে যায়। এই ঘটনার পরেই অধিবেশন মুলতবি ঘোষণা করেন স্পিকার আবদুল রহিম রাঠোর।
উত্থাপিত ওই ব্যানারে দুটি দাবি লেখা ছিল। ৩৭০ ধারা পুনর্বহাল করতে হবে এবং রাজনৈতিক বন্দিদের মুক্তি দিতে হবে। সঙ্গে সঙ্গে খুরশিদ আহমেদ শেখের ওই ব্যানার প্রদর্শনে আপত্তি জানায় বিজেপি। এক পর্যায়ে নিজেদের আসন থেকে নেমে আসেন বিজেপি বিধায়করা। নেমে আসেন নির্দল এবং আওয়ামি ইত্তেহাদ পার্টির বিধায়করাও।
উল্লেখ্য, বুধবারই বিশেষ মর্যাদা ফেরানোর দাবিতে একটি প্রস্তাব পাশ করায় রাজ্য বিধানসভা। কেন্দ্রের সঙ্গে আলোচনাও চাওয়া হয় এই ইস্যুতে। বিজেপির প্রবল বিরোধিতা সত্ত্বেও প্রস্তাব পাশ হয়ে যাওয়ার পরদিনই ঘটে এই হুলুস্থুল কাণ্ড।