Search
Close this search box.

বায়তুল মোকাররমে তাবলিগের দু’পক্ষের বাকবিতণ্ডা-মারামারি

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

অনলাইন ডেস্ক:- তাবলীগ জামাতে সাদপন্থিদের প্রতিহত করার ঘোষণার পর এবার হাতাহাতিতে জড়ালো দু’পক্ষ।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুপুরে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে যোবায়ের ও সাদপন্থীদের মধ্যে এ বাকবিতণ্ডা ও মারামারির ঘটনা ঘটে।সাদপন্থিদের অভিযোগ, জোহরের নামাজের পর তারা তালিম করার পূর্ব ঘোষণা দেন। এরপর তাদের মুরব্বী যখন কথা বলতে মিম্বরের পাশে দাঁড়ান তখন যোবায়েরপন্থীরা তাদের ওপর হামলা চালায় বলে দাবি করেন তার।

প্রত্যক্ষদর্শীরা জানান, এসময় একপক্ষ আরেকপক্ষকে চড়-থাপ্পড় মারে ও জামা টেনে ছিড়ে ফেলার ঘটনা ঘটে।উল্লেখ্য, গত ৫ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে সম্মেলন করে যোবায়েরপন্থীরা। সম্মেলন থেকে সাদপন্থীদের প্রতিহতের ঘোষণা দেন তারা।

গতকাল বুধবারও সাদপন্থীদেরকে মসজিদে কোনো কার্যক্রম করতে নিষেধ করে জুবায়েরপন্থী তাবলীগ জামাতের লোকজন। পরদিনই সরাসরি বাধা দেয়ার অভিযোগ ও হাতাহাতির ঘটনা ঘটলো।