পাবনা প্রতিনিধি:- পাবনার ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী শিক্ষার্থী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও দুইজন।
আহতদেরকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে পাবনা রাজশাহী মহাসড়কের ঈশ্বরদীর আজমপুরে ঘটে এ ঘটনা ঘটে।নিহতরা হলেন, পাবনার বনগ্রাম এলাকার আশিক রহমান (১৭) ও শাকিব হাসান ১৬)।
তারা উভয়েই এসএসসি পরীক্ষার্থী।পাকশী হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এস আই) মেহেদী হাসাান জানান, পাবনার বনগ্রাম থেকে পাকশী বেড়াতে যান কয়েকজন বন্ধু। পাকশী থেকে ফেরার পথে পাবনা-রাজশাহী মহাসড়কের ঈশ্বরদীর আজমপুর এলাকায় পৌছালে কাভার্ডভ্যানের সাথে দুই মোটরসাইকেলের সংঘর্ষ হয়।
এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলে দুইজনের মৃত্যু হয়। আহত হয় আরও দুইজন। তাদেরকে চিকিৎসার জন্য পাবনা জেনারেল হাসপাতালে ভার্ত করা হয়েছে।