Search
Close this search box.

হোয়াইট হাউস ত্যাগের পূর্বে ইউক্রেনকে ৬ বিলিয়ন ডলার দিচ্ছে বাইডেন প্রশাসন

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

অনলাইন ডেস্ক:- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন ক্ষমতা হারিয়েছে ডেমোক্র্যাটরা। আগামী জানুয়ারি মাসে শপথ নিবেন ৪৭ তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তার মানে, প্রেসিডেন্ট জো বাইডেন বিদায় নিচ্ছেন। তবে, বিদায় নেয়ার পূর্বে, ইউক্রেনকে আরও ৬ বিলিয়ন ডলার সহায়তা দিয়ে যাচ্ছেন তিনি। বৃহস্পতিবার (৭ নভেম্বর) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স এ তথ্য জানায়।প্রতিবেদনে বলা হয়, প্রেসিডেন্ট বাইডেন আগামী জানুয়ারিতে অফিস ছেড়ে যাওয়ার আগেই হোয়াইট হাউস ইউক্রেনে আরও বিলিয়ন ডলারের নিরাপত্তা সহায়তা দেওয়ার পরিকল্পনা করেছে।

নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী ২০ জানুয়ারি শপথ নেয়ার আগেই এই সিদ্ধান্ত কার্যকর করা হতে পারে।এদিকে, ট্রাম্প নতুন করে ক্ষমতায় আসায় উদ্বিগ্ন হয়ে পড়েছে ইউক্রেন। সেই উদ্বেগ আরও বেড়ে গেছে, প্রেসিডেন্টের পাশাপাশি মার্কিন কংগ্রেসের দুই কক্ষ সিনেট ও হাউস অব রিপ্রেজেন টেটিভসেও ট্রাম্পের দল রিপাবলিকান পার্টি সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায়।

ইউক্রেনকে নতুন ৬ বিলিয়ন ডলার সহায়তা দেওয়ার বিষয়ে পেন্টাগনের মুখপাত্র সাবরিনা সিং বলেছেন, আগামী ২০ জানুয়ারি ট্রাম্পের শপথগ্রহণের আগেই বাইডেন প্রশাসন কিয়েভে ৬ বিলিয়ন ডলার সহায়তা পাঠাবে।