Search
Close this search box.

আ. লীগ আবার ক্ষমতায় আসলে প্রথম টার্গেট হবে বৈষম্যবিরোধী ছাত্রসমাজ: হাসনাত

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

অনলাইন ডেস্ক:- দেশে যদি আবার আওয়ামী লীগ ক্ষমতায় আসে, তাদের প্রথম টার্গেট হবে বৈষম্যবিরোধী ছাত্র সমাজ। এমনটাই মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) দিনাজপুর হাজি দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক সমাবেশে এ কথা বলেন তিনি। এসময় আরেক সমন্বয়ক সারজিস আলম উপস্থিত ছিলেন।তারা বলেন, আল কায়দা স্টাইলে গুপ্ত জায়গা থেকে বক্তব্য দিচ্ছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ বলছেন, গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপি’র সাথে একযোগে কাজ করার কথা।

এবিষয়ে হাসনাত-সারজিস বলেন, বিএনপি’র মনে রাখা উচিৎ ফ্যাসিস্ট সরকারের সামনে বুক পেতে শিক্ষার্থীরাই খালেদা জিয়াকে চিকিৎসার সুযোগ করে দিয়েছেন।

বিচারের আগেই কেউ যদি আওয়ামী লীগ বা তাদের দোসরদের নির্বাচনে আহ্বান জানায় তাহলে তা হবে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের সাথে বেঈমানি বলেও মন্তব্য করেন তারা।