Search
Close this search box.

দলীয় রাজনীতি নিষিদ্ধ বিষয়ে গণভোটের দাবিতে ঢাবিতে বিক্ষোভ

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

অনলাইন ডেস্ক:-বিশ্ববিদ্যালয়ের আবাসিক ও অ্যাকাডেমিক এলাকায় সব ধরনের দলীয় রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করা সংক্রান্ত সিদ্ধান্ত নিতে গণভোট আয়োজনের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে শিক্ষার্থীরা বিভিন্ন হল থেকে মিছিল নিয়ে রাজু ভাস্কর্যের পাদদেশে জড়ো হন। পরে মিছিল ক্যাম্পাসের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে। এসময় শিক্ষার্থীরা ‘টু জিরো টু ফোর, লেজুড়বৃত্তি নো মোর’, ‘লেজুড়বৃত্তির ঠিকানা, এই ক্যাম্পাসে হবে না’, ‘আবু সাঈদ-মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’ ইত্যাদি স্লোগান দিয়ে প্রতিবাদ জানান।

সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল কাদের ও আবু বাকের মজুমদার উপস্থিত ছিলেন। এসময় তারা স্লোগান দেন– ‘হল দখলের কালো হাত ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’।সমন্বয়ক তাহমীদ আল মুদ্দাসির বলেন, আমরা অন্যান্য বিষয়ের মতো ছাত্ররাজনীতিরও সংস্কার চাই। ছাত্ররাজনীতি ক্যাম্পাসে থাকবে, তবে একাডেমিক ভবন ও হলে রাজনীতি থাকবে না।

আমরা কোনো দলীয় লেজুড়বৃত্তিক ছাত্ররাজনীতি চাই না।উল্লেখ্য, গত রাতে ছাত্রদের একটি অংশ ক্যাম্পাসজুড়ে পোস্টার লাগায়। ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষ্যে ছাত্রদলের প্রচারণার পরিপ্রেক্ষিতে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।