Search
Close this search box.

জুরাইনে পুলিশের সঙ্গে অটো রিকশাচালকদের সংঘর্ষ, ধাওয়া দিলো বিএনপি নেতাকর্মীরাও

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

অনলাইন ডেস্ক:-ব্যাটারিচালিত রিকশাচালকরা ঢাকার জুরাইনে রেললাইন অবরোধ করে প্রায় তিন ঘণ্টা বিক্ষোভ করেছেন।

এ সময় পুলিশের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।ব্যাটারিচালিত রিকশা বন্ধের প্রতিবাদ ও সড়কে চলতে দেয়ার দাবিতে আজ শুক্রবার (২২ নভেম্বর) বেলা ১১টায় রিকশাচালকরা বিক্ষোভ শুরু করেন। তাদের বিক্ষোভের কারণে ঢাকা-নারায়ণগঞ্জ এবং ঢাকা থেকে খুলনা ও রাজশাহীগামী ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে।

এর মধ্যে দুপুর ২টার দিকে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভকারীদের ধাওয়া দিলে তারা ওই এলাকা থেকে সরে গিয়ে অন্যত্র অবস্থান নেন।গতকাল বৃহস্পতিবারও রাজধানীতে রিকশাচালকদের অবরোধে ছয় ঘণ্টা মতো রেল যোগাযোগ বন্ধ ছিল। আর ঢাকা মহানগরীর সড়কগুলো স্থবির হয়ে পড়ে। তাতে বেশ দুর্ভোগে পড়েন যাত্রীরা।

একপর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনী ও রিকশাচালকদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এর মধ্যে বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর ধাওয়া খেয়ে এদিন সড়ক থেকে সরে পড়েন বিক্ষোভকারীরা।

তখন রিকশাচালকরা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ওপর ইট-পাটকেলও নিক্ষেপ করে।গত ১৯ নভেম্বর হাইকোর্ট এক রিটের শুনানি নিয়ে তিন দিনের মধ্যে ঢাকা মহানগর এলাকায় ব্যাটারিচালিত রিকশা বন্ধের নির্দেশ দেন।