Search
Close this search box.

ভূমি উপদেষ্টা: কোনো সরকারেরই সংবিধানকে পরিবর্তন করার অধিকার নেই

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

নিজস্ব প্রতিবেদক:- হাসান আরিফ বলেছেন, কোনো সরকারের সাংবিধানিক অধিকার নেই সংবিধানকে সংশোধন করার। এটা পারে একমাত্র পার্লামেন্ট

অন্তর্বর্তীকালীন সরকারের ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ বলেছেন, “কোনো সরকারের সাংবিধানিক অধিকার নেই সংবিধানকে সংশোধন করার। এটা পারে একমাত্র পার্লামেন্ট।

বুধবার (২০ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার আর্টস অডিটোরিয়ামে “সংবিধান প্রণয়নে জন অংশগ্রহণ: অন্তর্ভুক্তিমূলক-গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের সংগ্রাম” শীর্ষক আলোচনা সভায় তিনি এমন মন্তব্য করেন।

“পঞ্চম আন্তঃধর্মীয় সম্প্রীতি বিতর্ক উৎসব ২০২৪”-এর সমাপনী অনুষ্ঠানে এমন আলোচনা সভার আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশ্বধর্ম ও সংস্কৃতি বিভাগের ডিবেটিং ক্লাব “ওয়ার্ল্ড রিলিজিয়নস ডিবেটিং ক্লাব”।

হাসান আরিফ বলেন, “একটা ধারণা থেকে প্রচার করা হচ্ছে যে, অন্তর্বর্তী সরকার বোধহয় সংবিধান সংশোধন করবে। আসলে কোনো সরকারের সাংবিধানিক অধিকার নেই সংবিধানকে সংশোধন করার।

এটা একমাত্র পারে পার্লামেন্ট। আগামীতে যে পার্লামেন্ট গঠিত হবে সেই পার্লামেন্ট সংশোধন করবে। প্রশ্ন হলো তারা কি সংশোধন করবে?”ভূমি উপদেষ্টা আরও বলেন, “তাদের সামনে জনগণের যে প্রত্যাশা, যে দাবি, যে আকাঙ্ক্ষা সেটাই এখন বিভিন্নভাবে কমিশনের মাধ্যমে তুলে ধরা হচ্ছে।

শুধু তাই নয় তারা একটি খসড়া দেবেন, রিকমেন্ডেশন দেবেন, সাজেশন দেবেন। আগামীতে যারা পার্লামেন্ট গঠন করবেন তাদের সামনে একটি নাগরিক চার্টার হিসেবে থাকবে (সংবিধানের খসড়াটি)। তারা সেগুলোকে বাস্তবায়ন করবেন। তাদের নিজস্ব চিন্তাধারার মাধ্যমে যে খসড়া বা সাজেশন দেওয়া হয়েছে, তার মধ্যে তারা আরও নতুন নতুন অনেক কিছু আনতে পারবেন।

অনুষ্ঠানে আলোচক হিসেবে ছিলেন আইনের ইতিহাস গবেষক রাশেদ রাহম ও জাতীয় নাগরিক কমিটির সদস্য মো. মিরাজ মিয়া।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাবির কলা অনুষদের ডিন অধ্যাপক ড. ছিদ্দিকুর রহমান খান, আন্তঃধর্মীয় ও আন্তঃসাংস্কৃতিক সংলাপ কেন্দ্রের পরিচালক ও বিশ্ব ধর্ম এবং সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মো.ইলিয়াছ, বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আবু সায়েম, ওয়ার্ল্ড রিলিজিয়নস ডিবেটিং ক্লাবের মডারেটর ড. আব্দুল্লাহ আল মাহমুদ, ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সভাপতি অর্পিতা গোলদার ও সাধারণ সম্পাদক আদনান মুস্তারি এবং ওয়ার্ল্ড রিলিজিয়নস ডিবেটিং ক্লাবের সভাপতি রাগীব আনজুম প্রমুখ।