Search
Close this search box.

পঞ্চগড়ে ওয়াজ শুনতে এসে ভারতীয় কিশোর আটক

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

অনলাইন ডেস্ক:- অবৈধ পথে ভারত থেকে পঞ্চগড়ে ওয়াজ মাহফিলে অংশগ্রহণ করতে এসে হৃদয় মিয়া (১৩) নামে এক কিশোর বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের হাতে আটক হয়।

পরে বিএসএফের আবেদনের প্রেক্ষিতে তাকে ফেরত দেয়া হয়েছে।মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাতে নীলফামারী- ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ মো. বদরুদ্দোজা এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।

জানা গেছে, ওই কিশোর ভারতের জলপাইগুড়ি জেলার মানিকগঞ্জ সিট শাখাতি গ্রামের মোশারফ হোসেনের ছেলে।সংবাদ বিজ্ঞোপ্তিতে বলা হয়েছে, নীলফামারীর পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের এলাকা দিয়ে ভারতীয় নাগরিক হৃদয় মিয়া শূন্য লাইন অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করেছে। এমন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি দল সোমবার সাড়ে ১১টায় ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে।

পরবর্তীতে জিজ্ঞাসাবাদে ওই কিশোর ওয়াজ মাহফিলে অংশগ্রহণের উদ্দেশে অবৈধভাবে বাংলাদেশ এসেছে বলে স্বীকার করে।নীলফামারী-৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ মো. বদরুদ্দোজা বলেন, ভারতীয় ওই কিশোর অবৈধ পথে বাংলাদেশে প্রবেশ করলে তাকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে সে জানিয়েছে ওয়াজ মাহফিলে অংশগ্রহণ করতে অবৈধ পথে বাংলাদেশে প্রবেশ করে। পরে বিএসএফের আবেদনের প্রেক্ষিতে মঙ্গলবার দুপুরে পতাকা বৈঠকের মাধ্যমে তাকে ফেরত দেয়া হয়েছে।