Search
Close this search box.

ভারত থেকে আমদানিকৃত চালের প্রথম চালান আসছে কাল

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

নিউজ ডেস্ক:- উন্মুক্ত দরপত্র চুক্তির আওতায় ভারত থেকে আমদানিকৃত সেদ্ধ চালের প্রথম চালান দেশে আসছে আগামীকাল। ‍

বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টায় প্রথম চালানের ২৪ হাজার ৬৯০ টন চাল চট্টগ্রাম বন্দরে পৌঁছানোর কথা রয়েছে।বুধবার দুপুরে খাদ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার ও জনসংযোগ কর্মকর্তা ইমদাদ ইসলাম স্বাক্ষরিত এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

বার্তায় বলা হয়েছে, সেদ্ধ চালের চালান নিয়ে এমভি টানাইস ড্রিম জাহাজটি আগামীকাল ভোর সাড়ে ৫টায় চট্টগ্রাম বন্দরের পৌঁছবে। এটিই বর্তমান অন্তর্বর্তী সরকারের আমলে ভারত থেকে আমদানিকৃত চালের প্রথম চালান। ১১ নভেম্বর ৩৮১ নম্বর চুক্তির আওতায় আসছে এই চালান।খাদ্য মন্ত্রণালয় কর্তৃপক্ষ জানিয়েছে, জাহাজে রক্ষিত চালের নমুনা সংগ্রহের পর ভৌত পরীক্ষা শেষে দ্রুত খালাসের কাজ শুরু হবে। এজন্য ইতোমধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।