Search
Close this search box.

তালা ভেঙে মন্দিরের স্বর্ণালঙ্কার চুরি

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

সিরাজগঞ্জ প্রতিনিধি:- সিরাজগঞ্জে একটি মন্দিরের তালা ভেঙে  প্রতিমা ও এর গায়ে থাকা স্বর্ণালঙ্কার চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

সোমবার (২৭ জানুয়ারি) রাতের কোনো এক সময় জেলার বেলকুচি উপজেলার পৌর শহরের দেলুয়া শ্রী শ্রী রাম কৃষ্ণ সেবাশ্রম মন্দিরে এ ঘটনা ঘটে। 

মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুরে মন্দির কমিটির পক্ষ থেকে স্বপন কুমার পোদ্দার জানান, রাত আটটার দিকে ভক্তরা উপাসনা শেষে মন্দিরে তালা দিয়ে চলে যান। সকালে মন্দিরের সামনের তালা খুলে ভেতরে গিয়ে দেখা যায় উত্তর-পূর্ব কোণের গেটের তালা ভাঙা। মন্দিরের প্রতিমার গায়ে থাকা স্বর্ণালঙ্কারসহ বিভিন্ন বিগ্রহ চুরি করা হয়েছে। 

স্বপন কুমারের দাবি, চুরির ঘটনায় মন্দিরের ক্ষতি দেড় লাখ টাকা।

এদিকে বেলকুচি থানার অফিসার ইনচার্জ জাকেরিয়া হোসেন বলেন, অভিযোগ পেয়েছি, বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেবো।