দৌলতপুর( কুষ্টিয়া) প্রতিনিধি:- কুষ্টিয়ার দৌলতপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুল ছাত্র আব্দুর রহমান বাঁধন (১৪) নিহত ও অপর দুই বন্ধু আহত হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় এ দুর্ঘটনার ঘটনা ঘটে। বাঁধন উপজেলার মহিশকুন্ডি কলেজ পাড়া গ্রামের সিলন হোসেনের ছেলে। ও তার সাথে থাকা অপর দুই বন্ধু উপজেলার মহিশকুন্ডি পূর্ব পাড়া গ্রামের কামরুল ইসলাম সোহেলের ছেলে সামিউল এবং মুসলিম নগর গ্রামের নিয়ামুল ইসলামের ছেলে নাবিল। তারা তিনজন মহিষকুন্ডি মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র ও ঘনিষ্ঠ বন্ধু । প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানাই মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাঁধন তার দুই বন্ধুকে নিয়ে মোটরসাইকেল যোগে মহিষকুন্ডি কলেজ পাড়া থেকে ময়রামপুর যাওয়ার সময় মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা গাছের সঙ্গে ধাক্কা দিলে ঘটনাস্থানে বাঁধন নিহত হয়।
তার দুই বন্ধু আহত হলে স্থানীয়রা তাদের চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় মঙ্গলবার রাতে। এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়েছে।