Search
Close this search box.

সেন্টমার্টিনে ইউপি চেয়ারম্যান আটক

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

কক্সবাজারের টেকনাফর সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমানকে আটক করেছে কোস্ট গার্ড। এসময় ১২ হাজার ২৭৪ পিস ইয়াবা জব্দ করা হয়েছে।শনিবার (৮ ফেব্রুয়ারি) রাত চারটার দিকে গোয়েন্দা তথ্যে কোস্ট গার্ড পূর্ব জোনের একটি বিশেষ দল সেন্ট মার্টিন দ্বীপে অভিযান চালিয়ে তাকে আটক করে। কোস্টগার্ড জানায়, অভিযানের সময় চেয়ারম্যান মুজিবুর রহমান পালানোর সময় তাকে আটক করা হয়েছে। পরে তার নিজ তল্লাশি চালিয়ে বিশেষভাবে লুকানো অবস্থায় একটি বস্তার ভেতরে রাখা ইয়াবাগুলো জব্দ করা হয়। কোস্টগার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, আটক ব্যক্তি ও জব্দ ইয়াবা পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।