অনলাইন ডেস্ক:- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার (১৫ ফেব্রুয়ারি) মধ্যরাতের মধ্যে সব জিম্মিকে মুক্তি দেওয়ার আলটিমেটাম দিয়েছিলেন।
তিনি হামাস এবং অন্যান্য ফিলিস্তিনি গোষ্ঠীকে সতর্ক করে দিয়ে বলেন, যদি রাতের মধ্যে সব জিম্মিকে মুক্তি না দেওয়া হয়, তবে গাজাকে নরকে পরিণত করা হবে।তবে, হামাস ও ইসলামিক জিহাদ শনিবার সকালে দখলদার ইসরায়েলের তিন জিম্মিকে মুক্তি দেয়। এর পরেই ট্রাম্প নিজের সামাজিক মাধ্যম ট্রুথে একটি পোস্ট করেন, যেখানে তিনি ইসরায়েলকে দেওয়া আলটিমেটামের বিষয়টি উল্লেখ করে বলেন, আজ রাতের সিদ্ধান্ত ইসরায়েল যেভাবে নেবে, যুক্তরাষ্ট্র সেটি সমর্থন করবে।ট্রাম্প তার পোস্টে আরও লেখেন, মুক্তি পাওয়া তিন জিম্মির অবস্থা দেখে মনে হচ্ছে তারা ভালো আছেন।
এখন ইসরায়েলকে সিদ্ধান্ত নিতে হবে, তারা আলটিমেটামের ব্যাপারে কী পদক্ষেপ নেবে। যুক্তরাষ্ট্র ইসরায়েলের যেকোনো সিদ্ধান্তকে সমর্থন জানাবে।এদিকে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু শনিবার রাতে নিরাপত্তা বৈঠকে বসবেন, যাতে চলমান যুদ্ধবিরতি এবং ট্রাম্পের আলটিমেটাম নিয়ে আলোচনা হবে।
টাইমস অব ইসরায়েল সূত্রে জানা গেছে, বৈঠকে এই বিষয়গুলি গুরুত্বসহকারে আলোচনা করা হবে।হামাস এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রকে আহ্বান জানায়, তারা যেন ইসরায়েলকে যুদ্ধবিরতির চুক্তি মেনে জিম্মিদের মুক্তি নিশ্চিত করতে বাধ্য করে। হামাসের দাবি, ইসরায়েল আলোচনার মাধ্যমে জিম্মিদের মুক্তি দিতে হবে, অন্যথায় এটি সম্ভব নয়।