অনলাইন ডেস্ক:- মধ্যপ্রাচ্যের নির্যাতিত রাষ্ট্র ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি সামরিক বাহিনীর আগ্রাসন পুনরায় শুরু হওয়ায় তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। একই সঙ্গে গাজায় সংযম দেখাতে ইসরায়েলি বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
আজ বুধবার (১৯ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, অবৈধ এই আগ্রাসনের ফলে নারী ও শিশুসহ অসংখ্য নিরীহ বেসামরিক মানুষের প্রাণহানি ঘটছে এবং অঞ্চলটিতে এরই মধ্যে ভয়াবহ মানবিক পরিস্থিতি আরও অবনতির দিকে যাচ্ছে।
মন্ত্রণালয় বলছে, এই সহিংসতার পুনরাবৃত্তি আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘন এবং প্রতিষ্ঠিত যুদ্ধবিরতি চুক্তির প্রতি গুরুতর অবজ্ঞার পরিচায়ক। বাংলাদেশ সরকার ইসরায়েলি দখলদার বাহিনীর জনবহুল বেসামরিক এলাকায় নির্বিচারে বিমান হামলার কঠোর নিন্দা জানাচ্ছে, যা ফিলিস্তিনি জনগণের দুর্ভোগ আরও বাড়িয়ে দিয়েছে এবং তাদের ওপর চরম মানবিক বিপর্যয় সৃষ্টি করেছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ জোরালোভাবে ইসরায়েলের প্রতি আহ্বান জানাচ্ছে, যেন তারা অবিলম্বে সব সামরিক অভিযান বন্ধ করে, সর্বোচ্চ সংযম প্রদর্শন করে এবং আন্তর্জাতিক মানবাধিকার আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়।বাংলাদেশ আরও আহ্বান জানাচ্ছে, আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে জাতিসংঘকে, যেন তারা দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণ করে সংঘাত বন্ধ করে, বেসামরিক জনগণের সুরক্ষা নিশ্চিত করে এবং গাজার অবরুদ্ধ জনগণের জন্য মানবিক সহায়তা সরবরাহের পথ সুগম করে।
ন্যায়বিচার ও মানবাধিকারের প্রতি বাংলাদেশ সরকারের অটল অবস্থানের ভিত্তিতে, ফিলিস্তিনি জনগণের ন্যায়সঙ্গত অধিকারের প্রতি বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত করা হচ্ছে।
এর মধ্যে রয়েছে তাদের আত্মনিয়ন্ত্রণের অধিকার এবং পূর্ব জেরুজালেমকে রাজধানী করে ১৯৬৭ সালের সীমারেখা অনুযায়ী একটি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার অধিকার।
মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী, ন্যায়সঙ্গত ও সর্বজনীন শান্তি প্রতিষ্ঠার জন্য সংলাপ পুনরায় শুরু করা অত্যন্ত জরুরি বলে বাংলাদেশ মনে করে, যা আঞ্চলিক ও বৈশ্বিক স্থিতিশীলতা নিশ্চিত করার মূল ভিত্তি। বাংলাদেশ সব পক্ষকে কূটনৈতিক ও শান্তিপূর্ণ সমাধানের পথ অনুসরণ করে ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে চলমান সহিংসতা ও দুর্ভোগের অবসান ঘটানোর আহ্বান জানায়।
বাংলাদেশ আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ, যেন ফিলিস্তিন সংকটের একটি টেকসই সমাধান অর্জিত হয়, যা আন্তর্জাতিক আইন, জাতিসংঘের প্রস্তাব ও ফিলিস্তিনি জনগণের শান্তি, মর্যাদা ও ন্যায়বিচারের আকাঙ্ক্ষার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।





