Search
Close this search box.

রংপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

রংপুর প্রতিনিধি:- রংপুরের বদরগঞ্জ উপজেলায় টেক্সের হাটে চার্জার ভ্যানকে অতিক্রম করতে গিয়ে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ২ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (১ এপ্রিল) বিকেল সাড়ে তিনটার দিকে উপজেলার রামকৃষ্ণপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজন হলেন বদরগঞ্জের মধুপুর ইউনিয়নের ইব্রাহিমের মিয়ার ছেলে আশিক। অপর নিহতের পরিচয় এখনও পাওয়া যায়নি। আহতরা হলেন, রিপন (১৬) ও লিপ্ত (১৫)।

বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার হাবিবা খাতুন জানান, নিহতদের মধ্যে একজন ঘটনাস্থলে এবং অপরজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।

বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, দুটি মোটরসাইকেল নিজেদের মধ্যে প্রতিযোগিতা করে চালাচ্ছিল। পথিমধ্যে চার্জার ভ্যানকে অতিক্রম করতে গিয়ে দুই মোটসাইকেলের সংঘর্ষ হয়।