Search
Close this search box.

পাবনায় নৌকা ডুবে নিখোঁজ স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

পাবনা প্রতিনিধি:- পাবনার সুজানগর উপজেলায় পদ্মা নদীতে নৌকা ডুবে নিখোঁজ স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (৫ এপ্রিল) সকালে নৌ-পুলিশ ও ডুবুরি দলের সদস্যরা তাদের মরদেহ উদ্ধার করে।

নিহতরা হলেন, পাবনা সদর উপজেলার কোলচড়ি গ্রামের হৃদয় প্রামাণিক ও তার স্ত্রী মৌ আক্তার।

পুলিশ ও স্থানীয়রা জানান, গতকাল শুক্রবার (৪ এপ্রিল) বিকেলে উপজেলার সাতবারিয়ায় পদ্মার চরে বেড়াতে যান অনেকে। এরপর সন্ধ্যায় ২০ থেকে ২৫ জন চর থেকে শ্যালো ইঞ্জিন চালিত একটি নৌকা নিয়ে ফিরছিল। পথিমধ্যে হঠাৎ নৌকটি ডুবে যায়। এ সময় সবাই সাঁতরে পারে উঠতে পারলেও স্বামী-স্ত্রী নিখোঁজ হন।

পরে খবর পেয়ে নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির সদস্য ও স্থানীয়রা উদ্ধার অভিযান শুরু করে। পরে আজ শনিবার ভোরে রাজশাহী থেকে একটি ডুবুরি দলও উদ্ধার অভিযানে যোগ দেয়। এরপর সকাল ১০টার দিকে স্থানীয় জেলেদের সহায়তায় তাদের মরদেহ উদ্ধার করা হয়।