Search
Close this search box.

রাজধানীতে ব্যবসায়ীকে হত্যার দায়ে স্বামী-স্ত্রীর যাবজ্জীবন

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

মানিক মিয়া ঢাকা:- প্রায় ১০ বছর আগে রাজধানীর সদরঘাটের কাপড় ব্যবসায়ী কামরুল হাসানকে হত্যার দায়ে সোহেল রানা এবং তার স্ত্রী রুমা আক্তারকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুরে ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ শেখ ছামিদুল ইসলামের আদালত এ রায় ঘোষণা করেন।

পাশাপাশি তাদের ১০ হাজার টাকা করে অর্থদণ্ড ও অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। এছাড়া, হত্যার পর মরদেহ গুমের দায়ে তাদের আরও তিন বছর করে সশ্রম কারাদণ্ড দেন আদালত।

রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, ২০১৫ সালে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ভুক্তভোগী কামরুল হাসান আসামিদের কাছে আড়াই লাখ টাকা পেতো। সেই টাকা যাতে না দিতে হয়, সেজন্য ব্যবসায়ী কামরুল হাসানকে কৌশলে ডেকে নিয়ে হত্যা করে। পরে নিহতের পরিবার একটি হত্যা মামলা দায়ের করেন। সেই মামলার রায় আজ ঘোষণা করেন আদালত।