Search
Close this search box.

কিছু উপদেষ্টার ৫ বছর ক্ষমতায় থাকার খায়েশ জন্মেছে: আসাদুজ্জামান রিপন

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

মুন্সীগঞ্জ প্রতিনিধি:- বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন বলেছেন, বাংলা একটি কথা আছে, বাঙালিকে বসতে দিলে শুতে চায়। কিছু কিছু উপদেষ্টার বক্তব্যে দেখা যায় পাঁচ বছর ক্ষমতায় থাকার খায়েশ জন্মেছে।

শুক্রবার (১১ এপ্রিল) বিকেলে মুন্সীগঞ্জের লৌহজংয়ে ২৪-এর গণঅভ্যুত্থানের রাষ্ট্র ও রাজনীতির পরিবর্তনে জনআকাঙ্ক্ষা বাস্তবায়ন শীর্ষক জনসমাবেশে দেয়া বক্তব্যে তিনি এসব বলেন।

আসাদুজ্জামান রিপন তার বক্তব্যে বলেন, অন্তর্বর্তীকালীন সরকার স্থায়ী সরকার না। অন্তর্বর্তী সরকারের কাজ পাঁচশালা, বিমানবন্দর বানানো নয়।

বাংলাদেশকে সিঙ্গাপুর বানানোর কাজ না। তাদের কাজ আগামীতে যেন আন্তর্জাতিক বিমানবন্দর হয়, বাংলাদেশ যেন সিঙ্গাপুর হতে পারে, মাদক দূর হয়, আমাদের ছেলেমেয়েরা যেন সুন্দরভাবে চলাচল করতে পারে, তার সূচনা করে দিয়ে যাওয়া।

বিএনপির এ নেতা আরও বলেছেন, জনগণ একটি জবাবদিহিমূলক সরকার চায়। ভোট দিতে চায়, ভোটের মাধ্যমে সরকার প্রতিষ্ঠিত করতে চায়।

ভারতের ট্রান্সশিপমেন্ট বন্ধে বাংলাদেশেরও পাল্টা ব্যবস্থা নেয়া উচিত বলে উল্লেখ করেন আসাদুজ্জামান রিপন। তিনি বললেন, ভারত বাংলাদেশের ফ্রান্স ট্রিটমেন্ট বন্ধ করে দিয়েছে। দেশটি আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে ভালোবাসে, আর কাউকে ভালোবাসে না। অথচ বাংলাদেশের ওপর দিয়ে তাদের মালামাল চলাচল করে। বাংলাদেশের উচিত এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা।