Search
Close this search box.

পরমাণু চুক্তির পথে সৌদি আরব ও মার্কিন যুক্তরাষ্ট্র

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

আন্তর্জাতিক ডেস্ক:- জ্বালানি বিনিয়োগ ও বেসামরিক পারমাণবিক প্রযুক্তি বিষয়ে একটি প্রাথমিক চুক্তি সই করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও সৌদি আরব। রোববার (১৩ এপ্রিল) রিয়াদে এক সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন মার্কিন জ্বালানি সচিব ক্রিস রাইট।

খবর আরব নিউজের।মা

র্কিন জ্বালানি সচিব বলেন, সৌদি আরবে একটি বাণিজ্যিক পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প গড়ে তোলার জন্য সহযোগিতা চুক্তিটি করা হচ্ছে। এসময় পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের জন্য দেশটির ইউরেনিয়ামসহ অন্যান্য খনিজ সম্পদকে একটি প্রাকৃতিক সুবিধা হিসেবে তুলে ধরেন। তবে এ সম্পর্কিত বিস্তারিত তথ্য বছরের শেষ দিকে প্রকাশ করা হবে বলে জানান তিনি।

অপরদিকে দেশটির সৌরশক্তির কথা উল্লেখ করে বলেন, এখানে সৌর-প্রযুক্তি নিয়ে কাজ করার অবারিত সুযোগ আছে।

দু’দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে বলেন, আমি বিশ্বাস করি সৌদি আরব মার্কিন যুক্তরাষ্ট্রে বিনিয়োগকারী শীর্ষস্থানীয় দেশগুলির মধ্যে একটি হবে। একে উভয় দেশের জয় বলেও উল্লেখ করেন তিনি।

এর আগে, সৌদি আরব দীর্ঘদিন ধরে জ্বালানি বৈচিত্র্যকে অগ্রাধিকার দিয়ে আসছে। এরই প্রেক্ষিতে বাণিজ্যিক পারমাণবিক শক্তি দেশটির কৌশলগত আগ্রহের একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র হিসাবে আবির্ভূত হয়েছে।