Search
Close this search box.

মাকে দেখতে হাসপাতালে গেলেন ডা. জুবাইদা রহমান

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

নিজস্ব প্রতিবেদক:- অসুস্থ মা সৈয়দা ইকবাল মান্দ বানুকে দেখতে রাজধানীর স্কয়ার হাসপাতালে গিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান। মঙ্গলবার (৬ মে) সন্ধ্যায় খালেদা জিয়ার গুলশানের বাসভবন ফিরোজা থেকে একটি প্রাইভেটকারে করে হাসপাতালে যান তিনি।

হাসপাতাল থেকে জুবাইদা রহমান নিজ বাসভবন মাহবুব ভবনে যাবেন বলে জানা গেছে।

দীর্ঘ ১৭ বছর পর আজ মঙ্গলবার শাশুড়ি খালেদা জিয়ার সঙ্গী হয়ে দেশে ফিরেন জুবাইদা রহমান। ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর স্বামী তারেক রহমানের সঙ্গে লন্ডনের যান তিনি।

জুবাইদা রহমান রাজনীতিতে না জড়ালেও তারেক রহমানসহ অন্যদের সঙ্গে তার নামেও দুর্নীতি মামলা হয়েছিল। এরপর ২০১৪ সালে কর্মস্হলে না থাকার অভিযোগে শেখ হাসিনার সরকার তাকে চাকরিচ্যুত করে। ২০০৮ সালে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দায়ের করা মামলায় জুবাইদা রহমানকে ৩ বছরের কারাদণ্ড ও ৩৫ লাখ টাকা জরিমানা করা হয়েছিল। ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর বিচারিক আদালতের সেই সাজা স্থগিত হয়েছে।

উল্লেখ্য, তার বাবা রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান বাংলাদেশের নৌবাহিনীর প্রধান ছিলেন। এরপর হুসেইন মুহম্মদ এরশাদের সরকারের যোগাযোগ ও কৃষিমন্ত্রী ছিলেন তিনি। মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এম এ জি ওসমানী জুবাইদা রহমানের চাচা।