Search
Close this search box.

অধ্যাপক ইউনূস-তারেক রহমানের বৈঠকে জয়ী বাংলাদেশ: মির্জা ফখরুল

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

অনলাইন ডেস্ক:- যুক্তরাজ্যের লন্ডনে সফররত বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে অনুষ্ঠিত একান্ত বৈঠকটিতে বাংলাদেশে বিজয়ী হয়েছে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (১৩ জুন) রাতে এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন। জানিয়েছেন, অত্যন্ত সৌহার্দ্যমূলক পরিবেশে এই দুই নেতার বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে আগামী রমজানের আগেই জাতীয় নির্বাচন আয়োজনের বিষয়ে যে ফলপ্রসূ ঐকমত্য হয়েছে, তা অনিশ্চয়তা কাটিয়ে দেশের মানুষের জন্য স্বস্তির বার্তা এনেছে বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব। তার মতে, তা ‘নতুন আশার আলো।

বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, পুরো বাংলাদেশের প্রত্যাশা ও প্রাপ্তির সংযোগ ঘটিয়ে, এপ্রিলের মতো অনাকাঙ্ক্ষিত সময় থেকে সরে এসে নির্বাচনের জন্য একটি যৌক্তিক সময়সীমা নির্ধারণের জন্য অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে ধন্যবাদ জানাই। তিনি জনগণের প্রত্যাশা উপলব্ধি করে সময়োপযোগী সিদ্ধান্ত নিয়েছেন, যা নিঃসন্দেহে প্রশংসার যোগ্য।

তিনি আরও বলেছেন, ‘সবার আগে বাংলাদেশ’– এই নীতিকে হৃদয়ে ধারণ করে তারেক রহমান বরাবরের মতোই প্রমাণ করেছেন, তার সর্বোচ্চ অগ্রাধিকার দেশের স্বার্থ, সার্বভৌমত্ব ও স্থিতিশীলতা। সময়ের প্রয়োজনে দায়িত্বশীল ছাড় দিয়ে দেখিয়েছেন। গণতন্ত্র প্রতিষ্ঠার পথযাত্রায় তিনি শুধু রাজপথের সর্বোচ্চ শক্তির নেতা নন, আলোচনার টেবিলে এবং ইতিবাচক ডায়ালগেও সমানভাবে দক্ষ ও দূরদর্শী।

বিবৃতিতে বলা হয়, মির্জা ফখরুল ও তার দল বিশ্বাস করে, বিএনপি ও অন্তর্বর্তী সরকারের প্রধানের এই সৌহার্দ্য ও সহমতের মধ্য দিয়ে গণতন্ত্র, বাংলাদেশ ও জনগণের জয় হবে।

অন্তর্বর্তী সরকার নিজ অবস্থান অটুট রেখে আগামী রমজানের আগেই নির্বাচন আয়োজনের সর্বাত্মক প্রস্তুতি শুরু করবে বলে প্রত্যাশা করছেন মির্জা ফখরুল।