Search
Close this search box.

গাজীপুরে ভুয়া পুলিশ পরিচয়ে আটক ৬

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

শাহরিয়ার গাজীপুর জেলা প্রতিনিধি:- গাজীপুর মহানগরের পূবাইল থানার মীরেরবাজার এলাকা থেকে পুলিশের পরিচয় ব্যবহার করে প্রতারণার অভিযোগে ছয় যুবককে আটক করেছে পূবাইল থানা পুলিশ।

শনিবার (১৩ জুন) দুপুরে পূবাইল থানা এলাকার মিরের বাজার থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, নারায়কুল এলাকার মৃত হাবিবের পুত্র ও দুবাই প্রবাসী সাব্বির রহমান (২৩), একই এলাকার রবিউলের ছেলে সিমান্ত খান (২০), বসুগাঁও এলাকার বাবু মোল্লার ছেলে আনন্দ মোল্লা (২২), হারবাইদ এলাকার সুলতানের ছেলে শাহরিয়ার (১৯), বসুগাঁও এলাকার আমির হোসেনের ছেলে ফাহিম সরকার (২৪), নারায়কুল এলাকার হারুনের ছেলে ও সাবেক পুলিশ সদস্য রিদয় (২০)।

পুলিশ জানায়, অভিযানের সময় তাদের কাছ থেকে দুইটি খেলনা পিস্তল, খেলনা ওয়াকিটকি, পুলিশের ইউনিফর্ম, ব্যবহৃত হাতকড়া, পুলিশ স্টিকার, লাইট, ক্যাপসহ একাধিক পুলিশের ব্যবহার্য সামগ্রী উদ্ধার করা হয়।

এ বিষয়ে পূবাইল থানা পুলিশের ওসি আমিরুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা পুলিশের ছদ্মবেশে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।