Search
Close this search box.

দৌলতপুরে ভ্যান চালকের ছদ্মবেশে হত্যা মামলার আসামিকে গ্রেপ্তার

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

কুষ্টিয়া জেলা প্রতিনিধি:– কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার দৌলতপুর সদর ইউনিয়নের গোবরগাড়া প্রাইমারী স্কুল সংলগ্ন এলাকায় মাহফুজা খাতুন হত্যা মামলার প্রধান আসামি আলিম বিশ্বাসকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২২ জুন) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার হোগলবাড়ীয়া ইউনিয়নের সোনাইকুন্ডি গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে, এস আই সাধন কুমার মন্ডল, এ এস আই সাগর ও কনস্টেবল সোহেল ভ্যান চালকের ছদ্মবেশ ধারণ করে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন।

আলিম বিশ্বাস উপজেলার দৌলতপুর সদর ইউনিয়নের গোবরগাড়া গ্রামের বশির বিশ্বাসের ছেলে।মামলা সূত্রে জানা যায়, ঘটনার দিন (২৭ এপ্রিল) বেলা তিনটার দিকে মাহফুজা খাতুন গোবরগাড়া স্কুল সংলগ্ন পিছনের বাগানে পাতা কুড়াইতে গেলে জমি নিয়ে পূর্ব শত্রুতা থাকার কারণে মাহফুজা খাতুনকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করেন আলিম বিশ্বাসসহ তার লোকজন।

পরে স্থানীয় লোকজন মাহফুজা খাতুন এর ডাক চিৎকারে রক্তাক্ত যখম অবস্থায় তাকে প্রথমে দৌলতপুর ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করতে পরামর্শ দেন।

এরপরে মাহফুজা খাতুন কে ওই দিনেই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে পরের দিন (২৮এপ্রিল) সকাল ৯ টার দিকে তিনি মারা যান।

এ ঘটনায় মৃতের ছেলে বাপ্পি হোসেন বাদী হয়ে দৌলতপুর থানায় ৮জনসহ ও ২ থেকে ৩ জনকে অজ্ঞতানামা আসামি করে একটি হত্যা মামলা করেন।

মামলাটির তদন্তকারী উপ-পরিদর্শক এস আই সাধন কুমার মন্ডল জানান, ‘আমরা গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারি মাহফুজা খাতুন হত্যা মামলার প্রধান আসামি আলিম বিশ্বাস সোনাইকুন্ডি গ্রামে আত্মগোপন করে আছেন। তথ্যসূত্রে আরও জানা যায় ওই জায়গায় পুলিশের ইউনিফর্ম পরে গেলে আসামি আগে থেকেই পালিয়ে যাবে। তাই তাকে ধরতে আমরা ভ্যান চালকের ছদ্মবেশ ধারণ করি এবং পরিশেষে তাকে গ্রেপ্তার করতে ও সক্ষম হই।’

দৌলতপুর থানার ওসি নাজমুল হুদা জানান, দৌলতপুর থানা পুলিশের অভিযানে দৌলতপুরের আলোচিত হত্যান্ড মাহফুজা খাতুন হত্যা মামলার প্রধান আসামি আলিম বিশ্বাসকে কৌশল অবলম্বন করে গ্রেপ্তার করা হয়। আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।