Search
Close this search box.

যুক্তরাষ্ট্র-জাপান ‘বিশাল’ বাণিজ্য চুক্তির ঘোষণা ট্রাম্পের

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

অনলাইন ডেস্ক:- বিশ্ব অর্থনীতির দুই প্রভাবশালী দেশ যুক্তরাষ্ট্র ও জাপানের মধ্যে একটি ‘বৃহৎ’ বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই চুক্তিকে ‘সম্ভবত ইতিহাসের সবচেয়ে বড় বাণিজ্য চুক্তি’ হিসেবে উল্লেখ করেছেন।বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়, স্থানীয় সময় মঙ্গলবার (২২ জুলাই) হোয়াইট হাউসে আয়োজিত এক অনুষ্ঠানে চুক্তির ঘোষণা দেন ট্রাম্প। তিনি বলেন, ‘এই চুক্তি দু’দেশের জন্যই লাভজনক।

আমরা বহুদিন ধরে এটি নিয়ে কাজ করেছি এবং আমি সবসময় বলেছি, একটি চুক্তি তখনই সফল যখন তা উভয় পক্ষের জন্যই উপকারী হয়।চুক্তির আওতায় জাপান যুক্তরাষ্ট্রে ৫৫০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে। একইসঙ্গে জাপানি বাজারে প্রবেশাধিকার পাবে মার্কিন কৃষিপণ্য, গাড়ি এবং অন্যান্য পণ্য। ট্রাম্প জানান, চুক্তির অংশ হিসেবে জাপান ১৫ শতাংশ পাল্টা শুল্ক দিতে রাজি হয়েছে।

জাপানের প্রধান বাণিজ্য আলোচক রিওসেই আকাজাওয়া সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় জানিয়েছেন, হোয়াইট হাউসে আলোচনার মাধ্যমে তিনি তার ‘মিশন’ সম্পন্ন করেছেন। তবে চুক্তির পূর্ণাঙ্গ বিবরণ এখনো প্রকাশ করা হয়নি। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো ইতিমধ্যে ওয়াশিংটনে জাপানি দূতাবাসের সঙ্গে এ বিষয়ে যোগাযোগ করেছে।

চুক্তি স্বাক্ষরের আগে উভয় দেশের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। চলতি জুলাইয়ের শুরুতে ট্রাম্প হুমকি দিয়েছিলেন, ১ আগস্টের মধ্যে চুক্তিতে পৌঁছাতে না পারলে জাপানি পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হবে। এর আগে এপ্রিলে তিনি ২৪ শতাংশ শুল্ক আরোপের ইঙ্গিত দিলেও সেটি পরে ৯০ দিনের জন্য স্থগিত করা হয়।

লিবারেশন ডে’ নামক একতরফা নীতির আওতায় ট্রাম্প প্রশাসন বিভিন্ন দেশের ওপর বাণিজ্য শুল্ক আরোপ করায় বৈশ্বিক বাজারে চাপে পড়ে। তবে জাপানের সঙ্গে স্বাক্ষরিত নতুন চুক্তি দুই দেশের মধ্যে সেই উত্তেজনা প্রশমনে ভূমিকা রাখতে পারে বলে মনে করা হচ্ছে।

চুক্তির খবর প্রকাশের পর ইতিবাচক প্রভাব পড়ে জাপানের শেয়ারবাজারে। টোকিও স্টক এক্সচেঞ্জের নিক্কেই ২২৫ সূচক প্রায় ২ শতাংশ বেড়ে যায়। বিশেষ করে গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠান টয়োটা, নিশান ও হোন্ডার শেয়ারের দাম উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পায়।

এদিকে, ট্রাম্প জানিয়েছেন, ইউরোপীয় ইউনিয়নের সঙ্গেও একটি নতুন বাণিজ্য চুক্তির প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। একই সঙ্গে আরও কয়েকটি দেশের সঙ্গে চুক্তি স্বাক্ষরের কথাও জানান তিনি।

জাপানের অভ্যন্তরীণ রাজনীতির দৃষ্টিকোণ থেকেও এই চুক্তিকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। সম্প্রতি অনুষ্ঠিত নির্বাচনে পরাজয়ের কারণে প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার নেতৃত্বাধীন লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি দেশটির উচ্চকক্ষের নিয়ন্ত্রণ হারায়। চুক্তি বিষয়ে প্রতিক্রিয়ায় ইশিবা বলেছেন, ‘চুক্তির পূর্ণাঙ্গ বিশ্লেষণ শেষ না হওয়া পর্যন্ত আমরা মন্তব্য করতে চাই না।