Search
Close this search box.

চরমোনাই পীরের ওয়াজ মাহফিল প্রশাসনের নির্দেশে বাতিল করা হয়েছে

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

ডা. ওসমান সিলেট জেলা প্রতিনিধি:- আগামী (১০, ১১ ও ১২ ডিসেম্বর) অনুষ্ঠিতব্য চরমোনাই পীরের ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হচ্ছে না।

৮ ডিসেম্বর সিলেট প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন আয়োজক বাংলাদেশ মুজাহিদ কমিটির বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ।

সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ বলেন, সকল প্রস্তুতি থাকা স্বত্বেও প্রশাসনের নির্দেশে মাহফিল বাতিল করা হয়েছে।

এসময় নেতৃবৃন্দ, মাহফিলের মাহফিলের তোড়ন, ব্যানার পুড়িয়ে দেওয়ার অভিযোগ করে জড়িতদের শাস্তি দাবি করেন। পরে, এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন বাংলাদেশ মুজাহিদ কমিটির বিভাগীয় কমিটির নেতারা।

এর আগে, এসএমপির পক্ষ থেকে করোনা সংক্রমণসহ নিরাপত্তাজনিত কারণে মাহফিল বাতিলের অনুরোধ জানানো হয়।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার আবু তাহের মো. আশরাফ উল্লাহ গণমাধ্যমে জানান, করোনা পরিস্থিতিসহ বিভিন্ন কারণে মেট্রোপলিটন অর্ডিন্যান্স অনুযায়ী এই পদক্ষেপ নেওয়া হয়েছে।উল্লেখ্য, বাংলাদেশ মুজাহিদ কমিটির উদ্যোগে, তিনদিনব্যাপী মাহফিলের আয়োজন করা হয়।

মাহফিলে প্রধান অতিথি হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মো. রেজাউল করিম পীর চরমোনাই উপস্থিত থাকার কথা ছিলো। সিলেট মহানগর পুলিশের পক্ষ থেকে অনুমতিও দেওয়া হয়েছিলো।

কিন্ত, গত রবিবার দুপুরে চৌহাট্টা পয়েন্টে মাহফিল সফলের তোরণ ভেঙ্গে আগুন ধরিয়ে দেয়া এবং প্রচারের মাইকও ভাঙচুর করে ছাত্রলীগের নেতাকর্মীরা।

এরপরই এসএমপি’র পক্ষ থেকে ওয়াজ মাহফিল বন্ধ করার নির্দেশ আসে।