Search
Close this search box.

বরগুনায় জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

মিতু রানী বরগুনা জেলা প্রতিনিধি:-বরগুনার জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে।

বুধবার (১২ নভেম্বর) মধ্যরাতেভিডিওচিত্রে দেখা যায়, এক ব্যক্তি হাতে থাকা দাহ্য বস্তুতে আগুন জ্বালিয়ে স্মৃতিস্তম্ভে নিক্ষেপ করেন এবং সঙ্গে থাকা অন্যজনের সঙ্গে দ্রুত সেখান থেকে সরে যান। এ সময় পেছন থেকে কারও কণ্ঠে “দে” ও “চল চল” বলতে শোনা যায়।

এ ঘটনার ১১ সেকেন্ড ওই ভিডিওটি ফেসবুকে পোস্ট করে বরগুনা জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল কবির রেজা লিখেছেন, বরগুনা সার্কিট হাউজের সামনে কথিত জুলাই স্তম্ভে আগুন।মুক্তিযুদ্বের চেতনা বিরোধী জুলাই স্মারক নামের নোংরা জিনিস বরগুনার পবিত্র মাটিতে থাকতে পারে না। থাকতে দেব না।

এ বিষয়ে বরগুনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসাইন বলেন, আমরা খবর শুনেছি। কিন্তু ঘটনাস্থলে এরকম কোনো নমুনা দেখছি না। এটা আমাদের না অন্য কোথাও ঘটেছে, তা ঠিক বলতে পারছি না।

পুলিশ যে কোনো ধরনের নাশকতা প্রতিরোধে তৎপর রয়েছে বলেও জানান তিনি। সার্কিট হাউস মাঠের উত্তর–পূর্ব কোণে অবস্থিত স্মৃতিস্তম্ভটিতে আগুন নিক্ষেপের একটি ১১ সেকেন্ডের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।