Search
Close this search box.

ক্ষমতায় গেলে গঙ্গা ব্যারেজ তৈরি করে পদ্মার পানি সংরক্ষণ করা হবে: বিএনপি মহাসচিব

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

নিউজ ডেস্ক:- আন্তর্জাতিক আইন অনুযায়ী পদ্মার পানির সঠিক হিস্যা পাওয়া দেশের মানুষের অধিকার।

বিএনপি ক্ষমতায় আসলে গঙ্গা ব্যারেজ তৈরি করে পদ্মার পানি সংরক্ষণ করা হবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (১৫ নবেম্বর) চাঁপাইনবাবগঞ্জের নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে আয়োজিত ‘পদ্মা বাঁচাও’ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

মির্জা ফখরুল বলেন, ২০২৬ সালে গঙ্গার (পদ্মা) পানি বন্টন চুক্তি শেষ হওয়ার পর ভারতের পদক্ষেপ কী হবে তা অনিশ্চিত। সে সময় যে সরকার ক্ষমতায় আসবে, তারা শক্তিশালী না হলে পদ্মাপাড়ের মানুষ আরও ক্ষতিগ্রস্ত হবে।

এ সময় তিনি বলেন, ভারতের দাদাগিরি আর দেখতে চায় না দেশের জনগণ, সমমর্যাদার ভিত্তিতে ভারতের সহযোগিতা চাই। অন্যথায় ভারত কখনও বাংলাদেশকে বন্ধু হিসেবে পাবে না।

শেখ হাসিনা দিল্লিতে বসে আবার মানুষ মারার হুমকি দিচ্ছে। তার মামলার রায়কে ঘিরে গোলযোগ সৃষ্টির পরিকল্পনা করছে। ফ্যাসিস্ট শক্তি যেনে আর মাথাচাড়া দিয়ে দেশের ক্ষতি করতে না পারে সেজন্য সকলকে সৈনিকের মতো ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন মির্জা ফখরুল।

জামায়াতকে ইঙ্গিত করে বিএনপি মহাসচিব বলেছেন, একটা দল দেশকে সঙ্কটের মুখে ফেলেছে। ঐকমত্য কমিশনে সংস্কার নিয়ে সিদ্ধান্ত হবার পর হঠাৎ করে সেই দলটি নতুন নতুন দাবি তুলছে। হুট করে ক্ষমতায় যেতে চায়। বাংলাদেশের মানুষ আপনাদের বিশ্বাস করে না, সহজে ভোট দেবে না। পাকিস্তান সেনাবাহিনীর সঙ্গে হাত মিলিয়ে গণহত্যা চালিয়েছে জামায়াত।

জামায়াত সবার আগে নির্বাচনের প্রস্তুতি নিলেও পরাজিত হবার ভয়ে দেশের মানুষকে বোকা বানাচ্ছে বলেও দাবি করেন তিনি।

তার ভাষ্য, প্রধান উপদেষ্টা ঘোষিত সময়ে নির্বাচন হতে হবে, যত দেরি হচ্ছে দেশ তত দুর্বল হয়ে যাচ্ছে।