Search
Close this search box.

লক্ষ্মীপুরে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

লক্ষ্মীপুর প্রতিনিধি:- লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুপিয়ে আবুল কালাম জহির (৫০) নামে এক বিএনপি নেতাকে হত্যা করেছে দূর্বৃত্তরা।

সড়কের ওপর তার মরদেহ পড়ে থাকতে দেখা যায়। মরদেহের পাশে ছিল গুলির খোসা।

শনিবার (১৫ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের পশ্চিম লতিফপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জহির চন্দ্রগঞ্জ ইউনিয়নের ৮ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মনছুর আহম্মদের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পশ্চিম লতিফপুর গ্রামের মোস্তফার দোকান এলাকায় সড়কে ওপর জহিরকে কুপিয়ে ফেলে রেখে যায় দূর্বৃত্তরা। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। একসময় জহির মাদক ও মাটির ব্যবসার সঙ্গে জড়িত ছিল। সেখান থেকে তিনি স্বাভাবিক জীবনে ফিরে আসছিলেন। ধারণা করা হচ্ছে তার প্রতিপক্ষ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই তাকে কুপিয়ে হত্যা করেছে।

লক্ষ্মীপুর সদর সার্কেল রেজাউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আধিপত্য নিয়ে জহিরকে হত্যা করা হয়েছে। দীর্ঘদিন যাবত ছোট কাইচারের সাথে দন্ধ চলে আসেছে বলে জানানযায়।ঘটনার স্থলে অতিরিক্তি পুলিশ দেওয়া হয়েছে আভিযান ছোট কাউচারকে গ্রেফতার অভিযান চলছে বলে জানান তিনি। লাশ উদ্ধার করে সদর হাসপাতালে মর্গে প্রেরন করা হয়েছে।