যশোর জেলা প্রতিনিধি// আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের ৭ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।এ সময় তাদের কাছ থেকে ৩টি চোরাই মোটরসাইকেল ও ৭টি মাস্টার চাবি জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।চোরচক্রের গ্রেপ্তার হওয়া সদস্যরা হলেন, সাতক্ষারী জেলার শ্যামনগর থানার বংশীপুর গ্রামের মৃত মজিদ গাজীর ছেলে মোহাম্মদ আলী, তালা উপজেলার বালিয়া গ্রামের সানাউল্লাহর ছেলে সবুর গাজী, তৈরছিপূর্বপাড়া গ্রামের আব্দুর রাজ্জাক মোড়লের ছেলে আব্দুল হামিদ মোড়ল এবং আলাদিপুর গ্রামের মো. ফজলু শেখের ছেলে মহসিন শেখ, যশোরের ঝিকরগাছা উপজেলার বাদেনাভারণ গ্রামের আব্দুস সামাদের ছেলে রফিকুল ইসলাম, শিওদাহ গ্রামের রবিউল ইসলামের ছেলে আলিমুল মুকুল, কেশবপুর উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের হেরমত আলীর ছেলে মোশারফ হোসেন বাবু। যশোর কোতয়ালি থানার পুলিশ বুধবার অভিযান চালিয়ে যশোর শহরের জজকোর্ট জামে মসজিদের সামনে হতে মোহাম্মদ আলী , রফিকুল ইসলাম ও আলিমুল মুকলকে বাজাজ প্লাটিনাম মোটরসাইকেল ও মোটরসাইকেল চুরির কাজে ব্যবহৃত ৭টি মাস্টার চাবিসহ গ্রেপ্তার করে। পরে তাদের দেয়া তথ্য মতে কেশবপুর হতে মোশারফ হোসেন বাবুকে গ্রেপ্তার করে। এরপর তার দেয়া তথ্যের ভিত্তিতে চোরচক্রের সহযোগী সবুর গাজী ও আব্দুল হামিদ মোড়ল ও মহসিন শেখকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে চোরাই আরো দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।





