কামরুজ্জামান সজীব ঝিনাইদহ জেলা প্রতিনিধি// ঝিনাইদহ মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এরঅধিনস্ত নতুনপাড়া বিওপির হাবিলদার মােঃ আখতার এর নেতৃত্বে ৫ সদস্য বিশিষ্ট টহল দল নিজস্ব গােয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্ত শূন্য লাইন হতে আনুমানিক ০১ কি: মি: বাংলাদেশের অভ্যন্তরে চুয়াডাংগা জেলার জীবননগর উপজেলার সদরপাড়া গ্রামের শুকুর আলীর বাড়ির পিছন হতে মাদক বিরােধী অভিযান পরিচালনা করে মাদক চোরাকারবারী মােঃ তিল্লাল হােসেন (৫২), পিতা- মৃত আক্কাস মন্ডল, গ্রাম- সদরপাড়া, পােঃ ধােপাখালী, থানা- জীবননগর, জেলা- চুয়াডাংগাকে বাংলা মদ ০.৭৫০ লিটার, গাজা- ০১ পুরিয়া এবং ০১ টি মােবাইলসহ (সীম এবং ম্যামােরী কার্ডসহ) আটক করা হয়। আটককৃত আসামীকে মাদকদ্রব্যসহ চুয়াডাংগা জেলার জীবননগর থানায় মামলা দায়ের এবং সােপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন।

মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর অধিনস্ত মেদিনীপুর বিওপির হাবিলদার মােঃ ওবায়দুল্লাহ এর নেতৃত্বে ০৩ সদস্য বিশিষ্ট টহল দল নিজস্ব গােয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্তের শূন্য লাইন হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চুয়াডাংগা জেলার জীবননগর উপজেলার মেদিনীপুর গ্রামের আম বাগানের মধ্যে হতে মাদক বিরােধীঅভিযান পরিচালনা করে মালিকবিহীন ৩৭ বােতল ভারতীয় মদ আটক করে। মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর অধিনস্ত শ্যামকুড় বিওপির নায়েব সুবেদার মােঃ সিরাজুল ইসলাম এর নেতৃত্বে ০৭ সদস্য বিশিষ্ট টহল দল নিজস্ব গােয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্তের শূন্য লাইন হতে আনুমানিক ১.৫ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার শ্যামকুড় নলবিলপাড়া মাঠের মধ্যে হতে মাদক বিরােধী অভিযান পরিচালনা করে মালিকবিহীন ৫৪ টি ইয়াবা ট্যাবলেট এবং ৪৬ পুরিয়া গাজা আটক করে। মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর অধিনস্ত নিমতলা বিওপির হাবিলদার শেথ তৈয়ব আলী এর নেতৃত্বে ৫ সদস্য বিশিষ্ট টহল দল নিজস্ব গােয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্তের শূন্য লাইন হতে আনুমানিক ৩০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চুয়াডাংগা জেলার দর্শনা থানার হালদারপাড়া গ্রামের সেগুন বাগানের মধ্যে হতে মাদক বিরােধী অভিযান পরিচালনা করে মালিকবিহীন ৩৭ বােতল ভারতীয় মদ আটক করে।





