রাজশাহী প্রতিনিধিঃ- রাজশাহীর বাঘা থানা পুলিশের অভিযানে পলাশী ফতেহপুরের দুর্গম চর এলাকার আশরাফ ঘোষের মহিষের খামার থেকে চুরি হওয়া ১২টি মহিষ উদ্ধার করা হয়েছে। এ সময় ১ জনকে আটক করেছে বাঘা থানা পুলিশ।
মঙ্গলবার (২৫ মে) দুপুর ১ টার দিকে রাজশাহীর পুঠিয়া থানার বাড়ই পাড়া গ্রাম থেকে চুরি হওয়া ১২টি মহিষ উদ্ধার সহ উক্ত আসামিকে আটক করা হয়।
রাজশাহীর পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন বিপিএম(বার) এর নির্দেশনায় বাঘা থানার চৌকস অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম এর নেতৃত্বে, এসআই মামুনুর রশীদ সহ সঙ্গীয় পুলিশ ফোর্স মধ্য রাত হতে সকাল পর্যন্ত অভিযান পরিচালনা করে। পরে পুঠিয়া থানা পুলিশকে অবহিত করে তাদের সহায়তা নিয়ে পুঠিয়া থানা থেকে চোরাইকৃত ১২ টি মহিষ উদ্ধারপূর্বক চুরির প্রধান আসামীকে আটক করেন। আটককৃত আসামী হলেন, জাহাঙ্গীর (৩০),পিতা: হাসেম খামারু। আটককৃত জাহাঙ্গীর মহিষ খামার মালিক আশরাফ ঘোষের রাখাল ছিলেন বলে জানা যায়।
এ বিষয়ে বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম বলেন, আমরা ইতিমধ্যেই প্রধান আসামীকে গ্রেফতার করেছি। পালিয়ে যাওয়া অপরাধীকে সনাক্ত করা সম্ভব হয়েছে।তিনি আরও বলেন,গ্রেপ্তার অভিযান চলমান রয়েছে,আমার অধীনস্থ বাঘা থানা গত মাসে রাজশাহীর শ্রেষ্ঠ থানা হিসেবে বিবেচিত হয়েছে আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে।





