Search
Close this search box.

বাগেরহাটের ফকিরহাটে বাসের ধাক্কায় ব্যাটারি চালিত অটোরিকশার ৬ যাত্রী নিহত

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

বাগেরহাট জেলা প্রতিনিধি// বাগেরহাটের ফকিরহাটে বাসের ধাক্কায় ব্যাটারি চালিত অটোরিকশার ৬ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন একজন।আজ শুক্রবার (২৩ জুলাই) সকাল পৌনে ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে।দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছন। এরপর সেখান থেকে মরদেহগুলো উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। নিহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।স্থানীয়রা জানায়, একটি মিনি ট্রাকটি থেকে দিকে যাচ্ছিল।পথে ফকিরহাটে পৌঁছালে অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে ৭ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পরে কর্তব্যরত চিকিৎসক ৬ জনকে মৃত ঘোষণা করেন। আহত একজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।