মানিক কুমার স্টাফ রিপোর্টার// করোনা টিকার সর্বনিম্ন বয়স ১৮ বছর করার পরিকল্পনা চলছে। এমনটি জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাশার মো. খুরশীদ আলম।আজ শুক্রবার (২৩ জুলাই) সকালে মুগদা জেনারেল হাসপাতাল পরিদর্শনে এসে এ তথ্য জানান তিনি।স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাশার মো. খুরশীদ আলম বলেন, ‘করোনা টিকার সর্বনিম্ন বয়স ১৮ বছরই করা হবে বলে আলোচনা চলছে। আজ এবিষয়ে আমি যেনেছি, এরপর আমরা আলোচনা করে কীভাবে কি করা যায় তা ভেবে দেখব।’টিকা নিলে মৃত্যুহার কমবে তাই টিকা নিতে মানুষকে আরও উৎসাহী হওয়ার আহ্বান জানান ডিজি।উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনে করোনাভাইরাসের সংক্রমণ নিশ্চিত হওয়া গেলেও বাংলাদেশে ভাইরাসটি শনাক্ত হয় গত বছরের ৮ মার্চ। ওইদিন তিনজন করোনা রোগী শনাক্ত হওয়ার কথা জানিয়েছিলো স্বাস্থ্য অধিদপ্তর। করোনায় মৃত্যুর হার শুরুতে বৃদ্ধি পাওয়ার পর অনেকটাই কমে এসেছিলো সে হার। তবে, দেশে করোনায় ২য় ঢেউয়ে আবারো বাড়তে শুরু করেছে সংক্রমণ হার ও মৃতের সংখ্যা।





