গাজীপুর জেলা প্রতিনিধি// গাজিপুরের কালিয়াকৈর উপজেলার বংশিপাড়া এলাকা। বন বিভাগের জায়গায় দীর্ঘদিন বসবাস করে আসছে ৩০-৩৫ পরিবার। যাদের বেশিরভাগই শ্রমিক। তাদের বসতির পাশেই প্রতিদিন সহযোগীদের নিয়ে মাদক সেবনে মাতেন স্থানীয় মাদকসেবী বাহারুল সিকাদর।
এলাকাবাসীর অভিযোগ, রেলের জমি দখল করে দোকান মালিক ও সমবায় সমিতির ঘর তুলেছেন এই বাহারুল ও তার সাঙ্গপাঙ্গরা। সন্ধ্যা হলেই সেখানে বসান মাদকের আসর। কাজ শেষে বাড়ি ফেরার পথে তাদের হেনস্তার শিকার হন নারী শ্রমিকরা।বিষয়টি নিয়ে কয়েকবার আপত্তি জানা হলেও মেলেনি প্রতিকার। সবশেষ ১৩ আগস্ট, মাদকসেবনে বাধা দিতে গিয়ে হামলার শিকার হন কাইয়ুম নামে একজন।
এ নিয়ে থানায় অভিযোগ দিলে উল্টো তাকে জরিমানা করা হয়। তবে এসবের সবই অসত্য দাবি করে অভিযুক্ত বাহারুল জানায়, তাদের সমিতির ঘরে হামলা-ভাংচুর চালানো হয়েছে।পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা ওসি মো. মনোয়ার হোসেন বলছেন, কোন অর্থের বিনিময় হয়নি।
বাহারুলদের মামলা গ্রহণ ও কাইয়ুমদের বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এদিকে, এ ঘটনার পর বাহারুলদের করা মামলা অর্থের বিনিময়ে মীমাংসা করতে আসামিদের চাপ দেয়ার অভিযোগ মিলেছে।





