ভোলা জেলা প্রতিনিধি//জ্বালানি সংকটসহ প্রয়োজনীয় সুযোগ সুবিধা না থাকায় ধীর গতিতে চলছে ভোলার বিসিক শিল্পনগরীর কার্যক্রম। গ্যাস সংযোগ না পাওয়ায় অনেকেই চালু করতে পারছেন না কারখানা।
অনিশ্চয়তায় হতাশ অনেক কারখানা মালিক।প্রান্তিক পর্যায়ে ক্ষুদ্র শিল্পের পৃষ্ঠপোষকতা, উৎপাদন বৃদ্ধি এবং কর্মসংস্থান তৈরির লক্ষ্যে ১৯৯২ সালে গড়ে তোলা হয় ভোলা বিসিক শিল্প নগরী। প্লাস্টিক কন্টেইনার, বিস্কুট, চানাচুর, আইসক্রিমসহ বেশ কয়েকটি পণ্যের ১৪টি কারখানা চালু আছে এই শিল্প নগরে। কিন্তু প্রায় ৩০ বছরেও পুরোদমে কাজ শুরু করতে পারেননি ব্যবসায়ীরা।
গ্যাস সংযোগ, সড়ক বাতি ও ভাঙা রাস্তাঘাটের কারণে দেখা দিয়েছে স্থবিরতা। উদ্যোক্তাতরা বলেন, গ্যাস সংযোগ না থাকায় উৎপাদন ব্যাহত হচ্ছে। প্লট নেয়া অনেকেই সুবিধা না থাকায় চালু করতে পারেননি কারখানা। অনেকে কারখানা করলেও লোকসানের কারণে বন্ধ করেছেন। যারা নতুন এসেছেন তারাও টিকে থাকা নিয়ে রয়েছেন শঙ্কায়।
গ্যাস সংযোগ না থাকায় বিদ্যুতের সাহায্যে উৎপাদন চালানো হচ্ছে বলে জানান অনেকে। এছাড়া, ভাঙ্গা রাস্তার কারণেও হচ্ছে সমস্যা। দ্রুত সময়ে গ্যাস সংযোগ দেয়ার ব্যাপারে চেষ্টা চালিয়ে যাচ্ছে বিসিক কর্তৃপক্ষ। সংকট দূর হলে এই শিল্প নগরী জাতীয় অর্থনীতিতে সুদূরপ্রসারী সুফল বয়ে আনবে বলে মনে করেন কর্মকর্তারা।
ভোলা বিসিক উপ ব্যবস্থাপক মোহাম্মদ সোহাগ হোসেন বলেন, খুব শিগগিরই গ্যাস সংযোগ দেয়ার চেষ্টা চলছে। ভোলা বিসিক শিল্প নগরীর কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, সমস্যা সমাধানের চেষ্টা চলছে। ক্ষুদ্র শিল্প বিকাশে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এগিয়ে আসবে এমনটাই প্রত্যাশা ভোলাবাসীর।





