আমিন যুক্তরাষ্ট্র প্রতিনিধি:- ঘণ্টার বেশি সময়ের অচলাবস্থার পর নিউ ইয়র্কে জাতিসংঘের সদরদপ্তরের সামনে অবস্থান নেয়া অস্ত্রধারী ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
স্থানীয় সময় বৃহস্পতিবার শটগানধারী ওই ব্যক্তি সদর দপ্তরের সামনে অবস্থান নেন। খবর পাওয়ার পর পরই সদরদ প্তরটি ঘিরে ফেলে পুলিশ। বেসামরিক নাগরিকদের সরিয়ে নেয়ার পর পুরো এলাকা লকডাউন করে দেয়া হয়।
এসময় ভবনের ভেতর সবাই সুরক্ষিত আছেন বলে নিশ্চিত করে জাতিসংঘ।নিউ ইয়র্ক পুলিশের মুখপাত্র জানান, অস্ত্রধারী ওই ব্যক্তি তার কাছে থাকা কিছু কাগজ জাতিসংঘের কর্মকর্তাদের দিতে চাচ্ছিলেন। এসময় দপ্তরটির সামনে শটগান দিয়ে আত্মহত্যারও হুমকি দেন তিনি।
পরে পুলিশের সঙ্গে আলোচনার পর আত্মসমর্পণে রাজী হন।আটকের পর প্রাথমিক চিকিৎসার জন্য তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এরইমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ।





